Bangla Wordpress Video Tutorial Free Download



আসসালামুআলাইকুম,
আমরা অনেকেই ওয়ার্ডপ্রেসে ওয়েব ডিজাইন শিখতে চাই। কিন্তু কোচিং সেন্টারের আকাশ চুম্বি ফি আমাদের ওয়েব ডিজাইন শেখার প্রধান অন্তরায়। আজকে আমি কিছু ভিডিও
টিউটোরিয়ার নিয়ে হাজির হলাম যা আপনার বহুদিনের প্রতিক্ষীত সেই আশা টি পরিপূর্ণ হবে।  জ্বি , আজকে আমি ওয়ার্ড প্রেসের উপর তৈরি করা অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যাতে করে খুব সহজেই আপনি ওয়ার্ডপ্রেসে ওয়েব ডিজাইন শিখতে পারবেন।
ভিডিও টিউটোরিয়ালে কোন কোন বিষয় গুলো আছে আসুন তা একনজরে দেখে নিইঃ
ওয়ার্ড প্রেস কি?
এই লেসন টিতে ওয়ার্ডপ্রেস সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দেয়া হয়েছে।
ডাউনলোড ওয়ার্ডপ্রেস-
এই লেসনে ওয়ার্ডপ্রেস ডাউনলোড কিভাবে করতে হয় তার বর্ণণা দেয়া হয়েছে।
লোকাল হোস্ট-
এ লেসনটিতে লোকাল হোস্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে।
এক্সেম্প-
এক্সেম্প বিষয়ক সুস্পষ্ট ধারণা দেয়া হয়েছে এ টিউটোরিয়ালে
আপলোড ওয়ার্ডপ্রেস-
এখানে কিভাবে ওয়ার্ডপ্রেসকে লোকালহোস্টে আপলোড করবেন সে বিষয়টি দেখানো হয়েছে
ডাটাবেজ ক্রিয়েট-
কিভাবে ডাটাবেজ ক্রিয়েট করতে হয় লেসনটিতে সেটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।
কনফিগার ওয়ার্ডপ্রেস-
ওয়ার্ডপ্রেস কনফিগার কিভাবে করবেন তাই শেখানো হয়েছে কনফিগার ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালিটিতে
ডেসবোর্ড-
এ্ই লেসনে ডেসবোর্ড পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে তথা ওয়ার্ডপ্রেসের ডেসবোর্ড নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল দেয়া হয়েছে।
এছাড়াও টেম্পলেটথিম পরিবর্তন, সেটিংস, কমেন্ট, প্লাগিনস ,এসইও এবং
অন্যান্য বিষয়সহ মোট ১৯ টি অতিপ্রয়োজনীয় ভিডিও লেসন তৈরি করা হয়েছে।
DownLoad Links Of Bangla Wordpress Video Tutorials
ডাউনলোড লিংক সমূহঃ
আশা করি এই টিউটোরিয়ালগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।

0 Comment "Bangla Wordpress Video Tutorial Free Download"

একটি মন্তব্য পোস্ট করুন